ঢাকাসোমবার , ৩১ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বিলাপ রাজিব হাসান

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ৩১, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

  • বিলাপ
    রাজিব হাসান
    ____________
    তুমি তাকে দেখতে যাবে?
    তবে যাও,
    কিন্তু তাকে আমার
    এই যন্ত্রণার কথা বলো না।
    যে যন্ত্রণা আমাকে কুরেকুরে খাচ্ছে প্রতিনিয়ত!
    সে যে আমায় মায়ার জালে আটকে ফেলেছে।
    সে এমনই এক মায়া…
    যে মায়া আমার হৃদয় কে রক্তস্নাত করেছে,
    আমাকে তিক্ত এক নিরবতায় আচ্ছন্ন করে রেখেছে।

কোন এক গভীর রাতের মধ্যমায়,
যখন আমি ভাগ্যের এই পরিনামের কথা ভাবছিলাম…
তখন খুব কষ্ট হচ্ছিলো আমার,
সে কষ্টের কথা তাকে জানতে দিও না।
আর শোনও…
তার কছে আমার একটাই বার্তা পৌঁছে দিও
সে যেন আমাকে ভুলে না যায়।
আমি নিথর দেহ নিয়ে পড়ে আছি
একবুক আশা আর ভালোবাসা নিয়ে।

তাকে বলে দিও,
আমি ঐ দিন পর্যন্ত ছিলাম
যেদিন সে আমার শার্টের ছেঁড়া বোতাম টা স্বযত্নে লাগিয়ে দিত।

তাকে আরও বলে দিও,
আমি তার দেওয়া লাল গোলাপ টা
এখনও সযতনে রেখেছি,
হয়তো কালের আবর্তনে শুকিয়ে গেছে সে ফুল কিন্তু,
তার জন্য এ হৃদয়ের ভালোবাসা
এতটুকুও কমেনি
বরং তার গভীরতা আরও বেড়েছে।

আর যাও,
যাবার আগে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে যেও…..!

আপনার মন্তব্য লিখুন