ঢাকামঙ্গলবার , ২৭ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে না করলে লিটনের ফ্ল্যাটে নিয়ে স্বপ্ন দেখালে কেন?

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ২৭, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক:: বর্তমান সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী মারিয়া মিম। হরহামেশাই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনময়ীরূপে হাজির হন তিনি। যার কারণে প্রায়ই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
Add fress hjv
এবার নতুন করে আলোচনার জন্ম দিলেন আবেদনময়ী এই মডেল। সম্প্রতি নিজের ফেসবুকে বধূবেশে কিছু ছবি পোস্ট করে একটি ক্যাপশন দিয়েছেন মিম। ক্যাপশনে এই মডেল লিখেছেন, ‘বিয়ে যদি না করো তাহলে লিটনের ফ্ল্যাটে নিয়ে এত স্বপ্ন দেখালে কেন?’

মিমের এই ক্যাপশন ভক্তদের মাঝে বেশ বিতর্কের সৃষ্টি করেছে। নেতিবাচক মন্তব্যে করেছেন অনেকে। যদিও ভক্তদের এসব কোনো মন্তব্যরই জবাব দেননি তিনি।

এর আগেও বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছেন এই মডেল। সংবাদপত্র হাতে, গায়ে কোনো পোশাক ছাড়াই এক ছবিতে দেখা গেছে মিমকে। যেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আজকাল কেউ সংবাদপত্র পড়ে না, সবাই শুধু দেখে।’
Add 99998
এ ছাড়া ‘গাঙ্গুবাই’র নায়িকা আলিয়া ভাটের মতো লুকে শুয়ে থাকতে দেখা গেছে মিমকে। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে।’ এসব ক্যাপশন ও আবেদনময়ী ছবির কারণে ভক্তরাও যেন হুমড়ি খেয়ে পড়েন। করেন নানা মন্তব্য। তবে এতে কিছু আসে যায়না মিমের।

বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এর পর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন