বৃষ্টির জন্য প্রার্থনা
মোঃ খলিলুর রহমান
তপ্ত রোদে পুড়ছে দেহ
বৈশাখের এই দিনে
চারিদিকে করছে খাঁ খাঁ
মেঘের পানি বিনে।
ফাটছে ক্ষেত আর পুকুর নদী
জল ছাড়া মাছ মরে
শরীর জুড়ে হাহুতাশে
মন থাকেনা ঘরে।
পাখপাখালি ক্লান্ত বেজায়
করুণ সুরে ডাকে
গাছের ডালে ডানা ঝাপটায়
ঘুঘু শালিক কাকে।
গোয়াল ভরা গরুবাছুর
হাম্বা রবে কাঁদে
কষ্টে পোড়া মানুষ সকল
আশায় হৃদয় বাঁধে।
আল্লাহ তুমি রহম করো
বৃষ্টি নামাও ত্বরা
ফুল ফসলে শোভিত হোক
জেগে উঠুক ধরা।
আপনার মন্তব্য লিখুন