মুন্সিগঞ্জ প্রতিনিধি।। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বোনের বাড়িতে বেড়াতে এসে মিলন হাওলাদার নামে ৪২ বছরের এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন।
সোমবার (২২ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাই মিলন হাওলাদার শরীয়তপুর জেলার নড়িয়া থানার চান্দেনীপুর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। গত এক সপ্তাহ আগে মিলন তার ভাগ্নিপতি বিল্লাল মাতব্বরের বাড়িতে বেড়াতে এসেছিল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আমরা ধারণা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত ২টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মিলন হাওলাদার নামে একজন গুরুতর আহত হলে তাকে রাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং চিকিৎসাধীন আবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।