কিশোরগঞ্জ প্রতিনিধি
বোনের যৌতুকের টাকা দিতে না পেরে নীলফামারীর কিশোরগঞ্জে কীটনাশক পান করে শিমুল (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিমুল মাগুড়া ঠাটারীপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের একমাত্র ছেলে।
এলাকাবাসী জানান, বাবার মৃত্যুর পর শিমুল তার পরিবারের হাল ধরেন। পাঁচ মাস আগে বোনের বিয়ে দেয়ার পর সম্প্রতি নিজেও বিয়ে করেন। বোনের যৌতুকের টাকা বাকি থাকায় সব সময় মানসিক চাপে ভুগতেন। নানা মোর্শেদ মাস্টারের কাছে টাকাও ধার চান।
এতে সাড়া না পাওয়ায় বুধবার রাতে তার বাড়িসংলগ্ন নার্সারিতে কীটনাশক পান করেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে সেখানে তার মৃত্যু হয়। ঘরে নববধূ রেখে ওই যুবকের আত্মহত্যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে তিনি বিষ পান করেছেন জানি না।
কিশোরগঞ্জ থানার এসআই নোমান জানান, মানসিক চাপের কারণে ওই যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।