স্টাফ রিপোর্টার।। মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাকের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে আবারোও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুন) বিকেলে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে ব্র্যাকের উদ্যোগে সামাজিক দূর্গ প্রকল্পের আওতায় কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, হঠাৎ করে বিশ্বে আবার করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে, করোনা রোগী বৃদ্ধি পেয়ে এখন দেশে হাসপাতালে শয্যার সংকট সৃষ্টি হচ্ছে আর তাই আমাদের সবাইকে আবারও জোরালোভাবে করোনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এ সময় সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ব্র্যাকের জেলা সমন্বয়ক আশরাফুল আলম, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক (সিইপি) রুপা রাণী দাস, ব্র্যাকের সিনিয়র এইচআর অফিসার মনিরুজ্জামান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, এইচএনপিপিসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ব্রাকের উদ্যোগে পুরো মাস জুড়ে ৬ লক্ষ মাক্স বিতরণ চলমান থাকবে।