ভয়কে করো জয়
মোহাম্মদ মিজানুর রহমান
মেঘে ঢাকা আকাশ দেখে
করো না কেউ ভয়,
মেঘের আড়াল সূর্য হাসে
ভয়কে করো জয়।
সাহস নিয়ে সামনে চলো
বিপদ হবে পার,
ভয় পেলে কি চলবে বলো
মানবো নাকো হার।
লড়াই করে বাঁচতে হবে
করো এবার পণ,
কঠিন লড়াই করতে হবে
শক্ত করো মন।
যুগে যুগে এমন বিপদ
এসেছে যে ঢের,
পার করেছে সবই মানুষ
এগিয়েছে ফের।
তাইতো মানুষ শ্রেষ্ঠ ভবে
অন্য কিছু নয়,
বারে বারে মানুষেরই
হয়েছে তাই জয়।
আপনার মন্তব্য লিখুন