দিপংকর রায় দিনাজপুর।। বিরলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত। আজএকুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
রাত ১২টা ১ মিনিটে বিরল কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিরল থানা, বিরল প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগ, মহিলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ’সহ সকল অঙ্গসহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি অধিদপ্তর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সবাই বীর ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া এবং প্রার্থনা করেন।