ঢাকাশুক্রবার , ১৯ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিয়ে বিরোধী র‍্যালি

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১৯, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ রাসেল উদ্দিন, কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্য বিয়ে বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ মার্চ(শুক্রবার) সকালে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভূরুঙ্গামারী সরকারি কলেজ চত্বর থেকে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সরকারি কলেজ চত্বরে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আলেফ উদ্দিন, বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জেট প্রমুখ।

সভায় বক্তারা ভূরুঙ্গামারীকে মাদক ও বাল্য বিয়ে মুক্ত করতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান এবং ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুর পর্যন্ত মেইল বাস সার্ভিস চালুর দাবী জানান।

এ উপলক্ষে সংস্থাটি দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে গুণীজন সম্মাননা, কর্মপরিকল্পনা মূল্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মন্তব্য লিখুন