মানসিক চেতনা
প্রভাস চন্দ্র সাহা
ধৃষ্টতার ব্যভিচার, অনাচার ক্ষেত্র,
নষ্টাচার অবিচার, অনাহার নেত্র।
অত্যাচার দেশাচার , অবিচার খর্ব,
সদাচার অনাচার, অজাচার গর্ব।
সুদখোর নেশাখোর, ত্রানচোর যারা,
হৃদয়ের আগুনের, গভীরের তারা।
নীতিকথা যথাতথা, ভিন্ন প্রথা মানা,
আদর্শের মহত্বের, পুরুত্বের ছানা।
অপবাদ অবসাদ, প্রতিবাদ ক্ষীণ,
অপরাধ ভাঙ্গা বাঁধ মতবাদ হীন।
পরিচয় অতিশয়, অভিনয় কতো,
অনুনয় সবিনয়, কতিপয় যতো।
জ্ঞানপাপ অভিশাপ পরিতাপ মনে,
প্রতিক্ষন শুভক্ষণ, হীনমন বিনে।
নিত্যকার অনাহার, সততার অঙ্গে,
দুরাচার পরপার, অভিসার সঙ্গে।
আপনার মন্তব্য লিখুন