ঢাকাশুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যাচার তথ্য দিয়ে দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া যাবে না: নৌ পরিবহন প্রতিমন্ত্রী!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দিপংকর রায়,দিনাজপুর।। দিনাজপুরের বিরলে নব নির্মিত ঐতিহাসিক বিরল কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরল বোচাগঞ্জের উন্নয়নের রূপকার খ্যাত নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন পৃথিবীতে শত শত জাতি গোষ্ঠী আছে বিভিন্ন ভাষায় কথা বলে।

সকলেরই মাতৃ ভাষা আছে। আজকে পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর মাতৃ ভাষার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।বাংলাদেশ ভাষা সংরক্ষণের জন্য গৌরবের সাথে পালন করছে। সব কৃতত্ব,দাবিদার, রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা।

২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনিষ্টিটিউটের উদ্ভোধনের মাধ্যমে তাবৎ দুনিয়ার ভাষার গবেষণার নেতৃত্ব দিবে বাংলা।

তিনি আরও বলেন বঙ্গ বন্ধুকে মহানায়ক থেকে খলনায়ক তুলনা করে অনেকেই স্বাধীনতার ঘোষনাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।কিন্তু দালিলিক প্রমাণ পাওয়া যায়, বঙ্গবন্ধুকে ২৫ শে মার্চ গ্রেফতারের আগে ই পি আর মাধ্যমে তা বিভিন্ন মাধ্যমে পাঠানো হয় এবং তা পরের দিন বিদেশী সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

জিয়াউর রহমান জীবদ্দশায় কখনোই বলেন নি আমি স্বাধীনতার ঘোষক। ৭২ সালে বিচিত্রায় তিনি লিখেছেন তিনি বঙ্গ বন্ধুর নির্দেশনা ও নেতৃত্বে স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেছিলেন।

১৯৭৫ সালে বঙ্গ বন্ধুকে হত্যার পরে স্বাধীনতার ইতিহাস,মুক্তি যুদ্ধের চেতনা বিনষ্ট,সংবিধানের মূলনীতি কেটে দেওয়ার চেষ্টা করে বাংলাদেশকে উল্টো পথে পরিচালনা করার চেষ্টা করা হয়েছিল। বঙ্গ ববন্ধুর খুনিদের আশ্রয় প্রশয়,রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। স্বাধীনতা বিরোধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী কুখ্যাত আব্দুল আলিমকে রেল মন্ত্রী বানানো হয়েছিল। গোলাম আজম,সাকা চৌধুরীকে ফেরত আনা হয়েছিল। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলেই বীর উত্তম খেতাব পেয়েছিলেন। জিয়াউর রহমান খুনিদের নেতৃত্ব দিয়েছেন, সংবিধানকে ক্ষত বিক্ষত করেছেন, মুক্তিযুদ্ধের চেতিনা ও দালাল আইন বাতিল করে যুদ্ধপরাধীদের পক্ষ অবলম্বন করেছেন। সুতরাং তিনি মুক্তিযুদ্ধের বীরউত্তম খেতাবের মর্যাদা তিনি ভঙ্গ করেছেন।
প্রতিমন্ত্রী মহোদয় দেশে বিভিন্ন উন্নয়ন যেমন মাতার বাড়ী সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর ,মোংলা সমুদ্র বন্দর, সৈয়দপুর, ঈশ্বরদী, রাজশাহী, যশোর, কক্সবাজার ,শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, বিভিন্ন ফ্লাই ওভার,মেট্রোরেল, পদ্মা সেতু, ঢাকা যমুনা সেতু রংপুর মহাসড়কের চার লেনের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, গৃহহীনদের বাড়ি , মাদ্রাসা, মসজিদ,মন্দির নির্মানের উন্নয়ন সহ বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।

আল জাজিরার মাধ্যমে প্রধানমন্ত্রী, সেনা বাহিনী প্রধান কে ছোট করা হয়েছে।প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা সততা ও ন্যায়ের সাথে দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনা কাউকে ভয় পায় না। এসব মিথ্যাচার তথ্য দিয়ে দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জাবের মো: সোয়াইব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব বাবু রমাকান্ত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন–দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ।

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃ বৃন্দ সহ আরও অনেকে।

আপনার মন্তব্য লিখুন