ঢাকাবুধবার , ২ মার্চ ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মিস্টার বিন এর নেপথ্যে আছেন রংপুরের জাদুশিল্পী রাশেদ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ মেরুন রঙের কোট পরা এক ব্যক্তি অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটান। সেসব কাণ্ড দেখতে তার পেছনে পেছনে ঘোরে শিশু থেকে বৃদ্ধরাও। তার কর্মকাণ্ড দেখে হাসিতে লুটিয়ে পড়ছেন শিশুরা। তার সঙ্গে সেলফি তোলে সব বয়সী মানুষ। হাতে ছোট একটি পান্ডা পুতুল— তার সঙ্গেই ভাব জমিয়ে গল্পে মেতে ওঠেন সবাই। ঢাকায় মিরপুরের ১০ নং গোলত্বরে ঘুরে বেড়াচ্ছেন মেরুন রঙের কোট পরা ব‌্যক্তিটি।
একটু উঁকি মেরে সামনে গিয়ে দেখা যায়, জনপ্রিয় কমেডিয়ান ‘বাংলার মিস্টার বিন’।

প্রখ‌্যাত বৃটিশ কমেডিয়ান মিস্টার বিন নন তিনি। তার নাম রাশেদ শিকদার। তিনি একজন জাদুশিল্পী। কিন্তু চেহারা, গড়ন, হাসি ও আচরণে রাশেদ শিকদার হয়ে উঠেছেন ‘মিস্টার বিন’।

বুধবার (২মার্চ) দেখা গেছে, অনেকের সঙ্গে কুশল বিনিময় করছেন ‘বাংলার মিস্টার বিন’। মুখের সেই চাহনি আর অঙ্গ ভঙ্গির মাধ্যমে সব বয়সীদের বিনোদন মুখর করে তুলছেন তিনি। সব শেষে শিক্ষার্থীদের মাঝে জাদু প্রদর্শন করেন রাশেদ শিকদার।

বাংলার মিস্টার বিন হওয়ার গল্প শুনিয়ে রাশেদ শিকদার বলেন,‘মি. বিনকে অনুকরণের কথা কখনো আমার মাথায় ছিল না। আমার শ্রদ্ধেয় জাদুশিল্পী এম রহমান আমাকে একদিন বললেন—রাশেদ, তুমি তো জাদুশিল্পী। কিন্তু তোমার চেহারার সাথে মি. বিনের চেহারার মিল আছে। তুমি যদি চেষ্টা করো, তাহলে বাংলার মি. বিন হতে পারবে।

এরপর, মি. বিন হয়ে উত্তরের প্রখ্যাত জাদুশিল্পী আমার বন্ধু রাশেদুল ইসলাম রাশেদ এর হাত ধরে মাত্র একদিনের জন্য প্রিন্স ইভেন্ট ম্যানেজম্যান্ট এর ব্যবস্থাপনায় যাওয়া হলো বগুড়ার একটি তাঁত বস্ত্র মেলায়। দর্পক জনপ্রিয়তা এতটাই বেশি পেলাম যে,মেলা কর্তৃপক্ষ পুরো মাসের জন্য আমাকে মেলায় রেখে দিল৷ সেই থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি। মি. বিন এর প্রতি শ্রদ্ধা রেখে গত এক বছর ধরে আমি তাকে অনুসরণ করছি।’

ছোটবেলায় রাশেদকে দেখে অনেকে মিস্টার বিন বলতো। আর এতে রেগে যেতেন তিনি। স্মৃতিচারণ করে রাশেদ বলেন, ‘আমি বাংলার মি. বিন হিসেবে নিজেকে প্রকাশ করার আগে থেকেই লোকে বলতো, আপনাকে দেখতে মি. বিনের মতো লাগে। যারা আমার সম্পর্কে কিছুই জানেন না; তারাও প্রথম দেখাতে মি. বিন বলে আখ্যায়িত করতেন। তবে ছোটবেলায় কেউ যদি আমায় মি. বিন বলতো, আমার খুব রাগ হতো। এখন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, বিশ্বখ‌্যাত এমন একজন মানুষের চেহারার সাথে আমার চেহারার মিল রেখেছেন।’

রাশেদ শিকদারের জন্ম ১৯৯৮ সালের ৫ অক্টোবর পাবনা জেলার আমিনপুর উপজেলার (বেড়া) খানপুরা গ্রামে। বাবা মো. আব্দুল মান্নান শিকদার ও মা মোছা. আসমা বেগম। সমাজের নানাবিধ কল্যাণকর কাজ করার স্বপ্নসহ সকলকে সুস্থ বিনোদন উপহার দিতে চান তিনি।

আপনার মন্তব্য লিখুন