মতিন সরকার, স্টাফ রিপোর্টার।। “যেতে নাহি দিব হায়”তবু যেতে দিতে হয়” তবু চলে যায়। সিরাজগঞ্জ জেলার সলঙ্গাথানাধীন হাটিকুমরুল হাইওয়ে থানার এস.আই (নি:) রফিকুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হাটিকুমরুল হাইওয়ে থানায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় হাটিকুমরুল হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী ফুলের মালা দিয়ে সেকেন্ড অফিসার মোঃ রফিকুল ইসলামকে শ্রদ্ধা-ভালবাসায় বিদায় জানান ।
এস আই(নি: )আব্দুল্লাহেল বাকী অশ্রুঝড়া চোখে বলেন,আমার চাকুরীর বয়সে এমন ভাল মানুষকে কমই দেখেছি। দেখেছি তার উদারতা, সাধারণ মানুষের প্রতি ভালবাসা। তার সঙ্গে সহকর্মী বা সহযোদ্ধা হিসাবে মিশি নাই, মিশেছি ভাইয়ের মত।
এছাড়াও থানার সকল অফিসার ও ফোর্স তার বিদায় বেলা দু’ চোখের জল ধরে রাখতে পারেন নাই।
এস আই (নি:)রফিকুল ইসলাম বলেন, জীবনে কখনাে কল্পনা করিনি এত সম্মান , এত ভালবাসা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হবে । সবার ভালবাসায় আমি সিক্ত ও মুগ্ধ,হাটিকুমরুল হাইওয়ে থানার সকল পুলিশ সদস্যের ও সাধারণ জনগণের দোয়া ও ভালােবাসা নিয়ে গাজীপুর রিজিয়নে আরো নতুন উদ্দোমে পুলিশিং শুরু করবো ।
তিনি হাটিকুমরুল হাইওয়ে থানায় বিগত ২ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের সেবা করেন। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়া হইতে জনস্বার্থে গাজীপুর রিজিয়নে বদলী হয়।