বিনোদন প্রতিবেদক।। বলতে দ্বিধা নেই, বর্তমান সময়ে ছোট পর্দার অন্যতম আলোচিতমুখ মেহজাবিন চৌধুরী। শুধু রূপে-গুণেই নন, অতিমানবীয় অভিনয়ে অনেক সংলাপই তার মুখে জীবন পায়। আজ এ লাক্স কন্যার জন্মদিন।
১৯৯১ সালের আজকের দিনে চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন মেহজাবিন চৌধুরী। যদিও ছেলেবেলার বেশ খানিকটা সময় কেটেছে দেশের বাইরে। এরপর লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আসেন শোবিজ অঙ্গনে। সাবলীল অভিনয়ে হয়ে ওঠেন খন্ড নাটকের অপরিহার্য অংশ। বিগত চার-পাঁচ বছর ধরে দেশীয় নাটকে নিজের অবস্থান শিখরে রেখেছেন মেধাস্বত্ব দিয়েই।
‘বড় ছেলে’ নাটকটি দেশীয় নাট্যাঙ্গনে অনন্য রেকর্ড গড়ে। একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ‘শিল্পী’, ‘মহব্বত’ সাম্প্রতিক সময়ের প্রশংসিত নাটকের মধ্যে অন্যতম।
জন্মদিনে ভক্ত, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত মেহজাবিন। প্রতিদিনের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা আর ভালোবাসা।