নেত্রকোনা প্রতিনিধি | নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছা নেলির (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মে) রাত ১১টার দিকে কেন্দুয়া পৌরশহরের আরামবাগে ওই শিক্ষিকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন আসাদুল করিম মামুন জানান, নিহত মেহেরুন্নেছা নেলির বড় ভাইয়ের ফোন পেয়ে বাসায় যাই। দরজা ভেঙে রুমে ঢুকে দেখি তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে একরুমে ও স্বামীকে আরেক রুমে আটকে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান মামুন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নিহত মেহেরুন্নেছা নেলি ছোটবেলা থেকেই রাগ-অভিমানী ছিলেন। রাতে দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে রাগারাগি করে তিনি আত্মহত্যা করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলেও জানান তিনি।