ঢাকাশুক্রবার , ২৬ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মোদির জন্য বিপদে ‘স্পাইডারম্যান!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তজাতিক প্রতিবেদক।। সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামকে জীবিত অবস্থাতেই নিজের নামে মোতেরা নামকরণ করে দেশে-বিদেশে সমালোচিত হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বসে নেই তার কট্টর হিন্দুত্ববাদী সমর্থকরা। তারাও সমালোচকদের শায়েস্তা করতে উঠেপড়ে লেগেছেন। তবে না বুঝে-শুনেই তা করতে যেয়ে সবকিছু গুলিয়ে ফেরেছেন মোদির সমর্থকরা। যার কারণে এবার মোদির সাথে তার সমর্থকরাও সমলোচিত হচ্ছেন।

বুধবার ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগে আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের নতুন নামকরণ হয় মোদির নামে। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ নিজে স্টেডিয়ামটি উদ্বোধন করেন। তা নিয়ে টুইটারে ভারতীয় প্রধানমন্ত্রীকে উপহাস করে ব্রিটিশ লেখক ওঁলাদ লেখেন, ‘নিজের নামে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করে মোদি যে বিনয় দেখিয়েছেন, তাতে মুগ্ধ আমি।’ অন্য একটি টুইটে তিনি লেখেন, ‘রাষ্ট্রনেতার এমন কারসাজি কোনও দেশের পক্ষে সূক্ষ্ম লক্ষণ নয়।’

তার এই টুইটের প্রতিবাদ করতে এক মুহূর্তও সময় নষ্ট করতে চাননি মোদির কট্টর সমর্থকরা। কিন্তু তারা ভাল করে না বুঝেই লেখক ওঁলাদকে মার্ভেল কমিকস-এর জনপ্রিয় চরিত্র ‘স্পাইডারম্যান’-এর ভূমিকায় অভিনয় করা ওঁলাদের সাথে গুলিয়ে ফেলেন। পরবর্তী ‘স্পাইডারম্যান’ সিরিজের পরবর্তী ছবিটিকে বয়কট করার দাবি তোলেন তারা। মাইক্রোব্লগিং সাইটে রব ওঠে,

নাম নিয়ে এই বিভ্রান্তি চোখ এড়ায়নি লেখক ওঁলাদেরও। বিষয়টি নিয়ে মজাও করতে দেখা যায় তাকে। তিনি লেখেন, ‘সর্বনাশ, ভারতে পরবর্তী স্পাইডারম্যানের সফল হওয়ার যে বিপুল সম্ভাবনা ছিল, আমি বোধহয় তাতে পানি ঢেলে দিলাম।’ ঘটনাচক্রে, লেখক এবং অভিনেতা, দুই ওঁলাদই ব্রিটিশ নাগরিক। লেখক ওঁলাদ এক সময় ক্রিকেটারও ছিলেন। ইতিহাস নির্ভর একাধিক বই লিখেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন