মোদের শপথ
হিফজুর রহমান লস্কর
আমরা শিশু আমরা ছাত্র
আমরা করবো জয়।
দারুন বেগে এগিয়ে যাব
নেই আমাদের ভয়।
লেখা পড়া করব মোরা
মানুষ হওয়ার তরে,
সৎ গুরুজন আছেন মোদের
মা-বাবারই পরে।
ন্যায় নীতির আদর্শ হোক
মোদের জীবন খানি,
সত্যের পথে চলবো মোরা
মুছবো সকল গ্লানি।
একই স্রষ্টার সৃষ্টি মোরা
নেইতো কোন ভুল,
‘হাজার ডালে গাছের শোভা
রস টানে এক মূল।
কারো দুঃখে করবোনা সুখ
এইতো মোদের পণ।
সব মানুষের সেবা করবো
সবাই আপন জন।
ভালো হব সবাই মোরা
এই আমাদের পণ।
দেশের সম্মান রাখার তরে
শিক্ষাই সকল ধন।
আমরা ছাত্র এই পরিচয়
কোন বিভেদ নাই
বড় হয়ে মানুষ হবো
শপথ নিলাম তাই।
আপনার মন্তব্য লিখুন