মোহ-আবেগ
আব্দুল মুহিত
অপূর্ণতা থেকেও পূর্ণতার স্বাদ নিতে চেয়েছো-
বিষণ্নতার ছোঁয়াকে আমার ভাবনার গভীরে,
ডুবিয়ে চেয়েছিলাম দুঃখের নুড়ি পাথর।
কিন্তু তোমার দেয়া অবহেলা আর অনাদর
ভীষণভাবে নাড়া দিলো, জাগিয়ে দিলো
আমার মগ্নতাকে।
আমি ঝড়ের সাথে তোমাকে মিলাতে পারিনি,
শূন্য থেকে মহাশূন্যের সব হতাশাকে জয় করে,
নিকষিত আঁধারের বুকে আলোর দীপশিখা
জ্বালাতে চেয়েছিলাম।
ঘোর বাস্তবতা তোমাকে সুখ হয়তো না-ই দিতো
অন্তত দুঃখের সীমারেখা অতিক্রম করতে
কখনোই দিতো না,
আমার অন্তহীন চাওয়া-পাওয়া নিতান্তই
তোমার সীমানার বাইরে —-
কারণ তুমি নিজেকেই বিশ্বাস করতে পারোনি,
পারোনি তোমার হ্নদয়ের ইচ্ছেকে জানতে।
আমার সব কিছুই তোমার কাছে গচ্ছিত রেখেছি,
মনে হতে পারে এটা ক্ষণিকের আবেগ,
জীবনের বাঁকে বাঁকে যা আশায় দীপ্ত করে —
ভালোবাসার সেই স্লোগানই মোহ-আবেগ,
জীবনে তার গুরুত্ব কতটুকু আনুষঙ্গিক
তুমি কি তা জানো ?