স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজারের কমলগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি ( নাসির বিড়ি ) সহ দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- উপজেলার শ্রীসুর্য্য গ্রামের মৃত সোহরাব খাঁনের পুত্র মো: দোলন খাঁন ( ৪০ ) ও প্রতাপী (উত্তর পাড়া) গ্রামের মো: হিরণ মিয়ার পুত্র মোধ কোয়াজ মিয়া ( ২৯ )।আটককৃতদের বিরুদ্ধে র্যাব বিশেষ আইনে মামলা দায়ের করে আসামীদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাবের হাতে আটক ২ জন চোরাকারবারীকে শনিবার (১০ এপ্রিল) সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতি: পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে রহিমপুর ইউনিয়নের ছয়কুট নতুন বাজার এলাকায় মো: শাহ আলমের যমুনা ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে ৫১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দসহ ২ জন পেশাদার চোরাকারবারিকে আটক করে।