রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জের সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলামকে হাত-পায়ের রগ কেটে হত্যার মামলায় ওই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম সামুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ছামিউল ইসলাম ছামু ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, রোববার (১২ নভেম্বর) রাতে শাখা মারা ব্রিজ এলাকায় জাহিদুল ইসলামকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। মৃত্যুর আগে হাসপাতালে একটি মোবাইল ভিডিওতে কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি। জাহিদুলের দাবি ছিল, হামলায় জড়িত তারা। অভিযুক্তরা সবাই বিএনপি-জামায়াত কর্মী।