ঢাকাবুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৫০ টাকায় গুরুর মাংস বিক্রি হচ্ছে!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর প্রতিনিধি।। রাজধানীতে মানুষের ব্যয় বহুল জীবন-যাপন করতে হয়। আর ব্যয় বহুল জীবন-যাপন করতে গিয়ে অনেক নিম্নবিত্ত পরিবার গরুর মাংস খেতে পারেন না। নিম্নবিত্ত পরিবারের জন্য ৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে রাজধানীর মিরপুরে।

মিরপুর-১২ নম্বরের ই-ব্লকের ৩৩ নম্বর সড়কের পশ্চিম দিকে বিহারি পট্টিতে ‘ভাতিজা শাহিদ ও শরিফের দোকান’ নামে গরুর মাংসের দোকানে ৫০ টাকায় মাংস বিক্রি হচ্ছে। এখানেই গরু ও মুরগির মাংস বিক্রি করেন দুই ভাই শরিফ ও নবাব। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত দোকানে মুরগি ও গুরুর মাংস বিক্রি করা হয় । দোকানে কোন ক্রেতা ৫০ টাকায় গরুর মাংস কিনতে চাইলে সহজেই কিনতে পারেন।

গরুর মাংসের দোকানি শরিফ বলেন, বিহারি পট্টিতে নিম্ন আয়ের মানুষের বসবাস। এখানে কারও গরুর মাংস খেতে ইচ্ছে করলে ৫০ টাকায় কিনতে পারেন। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৫৭০ টাকায় বিক্রি করা হয়। ৫০ টাকায় গরুর মাংস বিক্রি করে তৃপ্তি পান শরিফ।