ঢাকাশনিবার , ১৬ জানুয়ারি ২০২১
  1. 1win Brazil
  2. 1win India
  3. 1WIN Official In Russia
  4. 1win Turkiye
  5. 1win uzbekistan
  6. blog
  7. casino
  8. casino en ligne fr
  9. casino onlina ca
  10. casino online ar
  11. casinò online it
  12. Covid-19
  13. Kasyno Online PL
  14. online casino au
  15. pinco
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতি ও পদপদবী ভোগের নয়, ত্যাগের: ফেনী পৌরসভার ৬ নং কাউন্সিলর প্রার্থী আবুল কালাম

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ১৬, ২০২১ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনী পৌরসভার ৬ নং সুলতানপুর ওয়ার্ডে সচেতন নাগরিক সমাজ মনোনীত কাউন্সিলর প্রার্থী সমাজসেবক,আবুল কালাম উট-পাখি মার্কা নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। তরুণদের অহংকার আবুল কালাম নব্বই দশক থেকে রাজনীতিতে হাতেখড়ি। রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবরণ ও নির্যাতিত হয়েছেন বারবার। কিন্তু অন্যায়ের সাথে তিনি কখনো করেননি আপোষ। নীতি ও আদর্শকে রেখেছেন সমুন্নত।

রাজনৈতিক জীবনে পোড় খাওয়া এই আবুল কালাম নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে। এবারের পৌর ৬ নং ওয়ার্ডের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী হয়েছেন আবুল কালাম । তিনি এবার প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথের সৈনিক আবুল কালাম।

এলাকার ঘুরে জানা যায় করোনাকালে মানুষের পাশে ছিলেন ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সামগ্রী নিয়ে।সকলের কাছে আস্থাভাজন ও তরুণ সমাজের কাছে জনপ্রিয় এই ব্যক্তি পৌরসভার ৬ নং ওয়ার্ডের একজন পরিচিত মুখ। যিনি সামাজিক কল্যাণমূলক কাজে প্রতিনিয়ন সক্রিয় অবদান রেখে চলেছেন। ইতোমধ্যে তিনি জনতার বন্ধু নামে এলাকায় পরিচিতি পেয়েছেন।

আবুল কালাম প্রতিদিনের বাংলাদেশ কে একান্ত সাক্ষাৎকারে বলেন, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। কাউন্সিলর নির্বাচিত হলে এলাকাবসীর সেবা ও উন্নয়ন করতে উদ্যোগ নিবো। মাদক, সন্ত্রাস, যানজট, পরিবেশ বান্ধব, নারী ও শিশুবান্ধব, শিক্ষা-সংস্কৃতি, ক্রীড়াবান্ধব, স্বাস্থ্য সম্মত ওয়ার্ড গড়ে তুলতে চাই। বিনামূল্যে ৬ নং ওয়ার্ডে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, তরুন-বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা। ন্যায্যমূল্যে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ সরবরাহ করা, তরুণদের জন্য ফ্রি ওয়াইফাই জোন তৈরী করা, ওয়ার্ডকে ডিজিটালাইজ করা, জলাবদ্ধতা নিরসনে গুরুত্ব দেওয়াসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে। চাঁদাবাজ, সন্ত্রাস, ইভটিজিং প্রতিরোধে সর্বদা সচেষ্ট খাকবো। ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এলাকাবসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে প্রচেষ্টা নিবো। দল মত ধর্ম নির্বিশেষে সকলের সম্মিলিত জনবান্ধব সমাজ গড়ে তুলতে সচেষ্ট হবো। আমি আপনাদের দোয়া ও মূল্যবান ভোটের মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত হলে নিজের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এলাকার উ্ন্নয়ন ও আপনাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি।

আমি মনে করি, রাজনীতি ও পদপদবী ভোগের নয়, ত্যাগের। তিনি বলেন, আপনি একজন সাংবাদিক হিসেবে আমার খোঁজে খবর না নিয়ে আমার সাক্ষাৎকারের জন্য আসেন নাই , রাজপথ ছেড়ে কখনো যাইনি। মানুষের সেবায় মানুষের পাশে থাকতে চাই। আমি এলাবাসীর দোয়া, ভালোবাসা চাই। আশাকরি এলাকাবাসী আমাকে মূল্যায়ণ করবেন।

আপনার মন্তব্য লিখুন