ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৫, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- রাজারহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন “এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দি, ইউএনও নূরে তাসনিম, প্রেসক্লাব সভাপতি এস এ বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ অাসাদুজ্জামান জুয়েল সহ অনেকে।
শনিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১। শুক্রবার ছাড়া এ ক্যাম্পেইন চালু থাকবে ১৯ জুন পর্যন্ত। এই সময় ৬ মাস থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।

দেশের অন্যান্য স্থানের মতো রাজারহাট উপজেলার আওতাধীন ওয়ার্ডের সব এলাকায় শুক্রবার ছাড়া মোট ১৪ দিন এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টি শক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইক্রোনিওট্রিয়েন্ট। ভিটামিন ‘এ’ চোখের স্বাভাবিক দৃষ্টি শক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন ‘এ’ এর অভাবে রাত কানা এবং অন্ধত্বসহ চোখের অন্যান্য রোগ শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্তশূণ্যতা এবং শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী বছরে ২ বার ভিটামিন ‘এ’ এর অভাব পূরণের সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন