আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মানবজমিন উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম এর আয়োজনে উপজেলা অফির্সাস ক্লাবে কেক কাঁটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে দৈনিক মানবজমিন পত্রিকা ২৩ বছর পেড়িয়ে ২৪ বছরে পদার্পন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নূরে তাসনিম।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, সরকারি এম আই কলেজের উপাধ্যক্ষ মোঃসাজেদুর রহমান মন্ডল চাঁদ এবং প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও মানবজমিন উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সরকারি এম আই কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম রানা, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার,উপজেলা কৃষি অফিসার মোছাঃ সম্পা আক্তার, রাজারহাট উপজেরা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মুহাঃ আসাদুজ্জামান জুয়েল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাভোকেট আহসান হাবীব নিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল মন্ডল সাবু, সরকারি এম আই.কলেজের প্রভাষক দিলরুবা,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রেসক্লাব রাজারহাট সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন সরকার, এম আজিজুল হক, সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক, প্রচার সম্পাদক এ.এস. লিমন, প্রেসক্লাবের প্রাঃ সদস্য আসাদুজ্জামান এইম রতন, তৌহিদুর রহমান উপজেলা ছাত্রলীগ সদস্য,জাহানুর আলম সোহেল।
সভা শেষে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনজীবি, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষির্কীর কেক কাঁটেন।