আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- কুড়িগ্রামের রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায়২০টি কৃষক গ্রুপের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।চারা গুলো যেমন, হাড়িভাঙ্গা আম, লিচু, মাল্টা, পেয়ারা, নিম ও অর্জুন এর প্রায় ২০০০ চারা কলম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসার সম্পা আকতারের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, ওসি মো: রাজু সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: মো: জোবাইদুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন