আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর ইউনিয়নের কিশামত পুনকর এলাকায় মোঃ ছফুর আলীর পুত্র মোঃ বাবলু মিয়ার বাড়িতে এক নবম শ্রেণীর ছাত্রী টানা ১০ঘন্টা বিয়ের দাবীতে অনশন করে ব্যর্থ হয়েছে।
জানা যায়, রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের কিশামত পুনকর গ্রামের মোঃ ছফুর মিয়ার পুত্র মোঃ বাবুল মিয়ার সঙ্গে ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিঁতাবখা গ্রামের মোঃ ছাত্তার আলীর কন্যা ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মোঃ সাদিকা আক্তার (১৬) এর দীর্ঘদদিন ধরে প্রেম চলে আসছে। এরই সূত্র ধরে (২০ মে) বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় বাবলু মিয়ার বাড়িতে ওই ছাত্রী বিয়ের দাবীতে অনশন করে। পরে রাত ১১ঘটিকা ওই ছাত্রীর বড় ভাই জাহিদ হাসান বাবলুর বাড়িতে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিততে মুচলেকা দিয়ে ওই ছাত্রীকে নিয়ে যায়। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
ওই ছাত্রীর বড় ভাই জাহিদ হাসান বলেন, ছোট বোনের বয়স ১৬ বছর হওয়ায় আমি দু বছর পর তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসি। বোনের প্রাপ্ত বয়স হলে ওই বাবলু মিয়ার সঙ্গে বিয়ে দিব।