রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষক-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের উপাধ্যক্ষ মোঃ সাইফুল মোস্তফা,সহ.অধ্যাপক স্বপন কুমার সরকার ও ৪র্থ শ্রেনীর কর্মচারী মানুয়া রামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)সকাল ১১.০০ টায় কলেজের হল রুমে এ সংবর্ধনা দেন কলেজের শিক্ষক-কর্মচারীরা ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও বিদায়ী শিক্ষক-কর্মচারীকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক-কর্মচারীরা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ. অধ্যাপক(রসায়ন) মো: জামাল উদ্দিন সরকার ও গীতা পাঠ করেন প্রভাষক(দর্শন) তপতী রায়। পরে মানপত্র পাঠ করা হয়।
কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে সহকারী অধ্যাপক দিলরুবা বেগম এবং প্রভাষক মো: সাহেব আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অনার্স ৬ বিষয়ের বিভাগীয় প্রধানগণ।এরপরে পর্যায়ক্রমে কলেজের শিক্ষকবৃন্দ ও কর্মচারীরা বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অবসরজনিত শিক্ষক-কর্মচারীর হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেন শিক্ষক-কর্মচারীরা।