আনিসুর রহমা,স্টাফ রিপোর্টার- কুড়িগ্রামের রাজীবপুরে অফিসার্স চয়েস প্রেস্টিজ হুইস্কি মদসহ মাদক কারবারি বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-উপজেলার জাউনিয়ারচর পূর্ব জালছিরা পাড়া এলাকার মৃত বেলায়েত আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হবি (৫২) ও হাবিবুর রহমান ওরফে হবির ছেলে সুমন (১৯)।
বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জাউনিয়ার চর পূর্ব জালছিরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে এতথ্য নিশ্চিত করেন রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল ইসলাম।
ওসি জানান, বুধবার রাত ৩টার দিকে রাজীবপুর থানা পুলিশের একটি দল জাউনিয়ারচর পূর্ব জালছিরা পাড়া এলাকায় আসামির বাড়িতে অভিযান চালায়। এসময় বসতঘরে তল্লাশি চালিয়ে ট্রাংকের ভেতরে অভিনব কায়দায় লেপ দিয়ে মোড়ানো ৩৩ বোতল অফিসার্স চয়েস প্রেস্টিজ হুইস্কি মদ উদ্ধার করা হয়। তাদের আটক করে থানায় আনা হয়। পরে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।