নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি হতে ভারতের হলদিবাড়ী রুটে ১৯৬৫ সালে রেল যোগাযোগ বন্ধ হয়। বর্তমান দুই দেশের সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে দীর্ঘ ৫৫ বছর বন্ধ থাকার পর আগামীকাল ১৭ ডিসেম্বর রেল যোগাযোগের দ্বাড় খুলে যাচ্ছে। এতে করে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নসহ আন্তঃদেশিয় সংযোগ স্থাপন হবে।
রেলপথ সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রজাতন্ত্রী ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২ : ৩০ ঘটিকায় উক্ত রুটটি শুভ উদ্বোধন করবেন।
১৭ ডিসেম্বর ( বৃহস্পতিবার ) সকাল ১১: ৩০ ঘটিকায় চিলাহাটি – হলদিবাড়ী রুটে রেল যোগাযোগ পুনঃচালুকরণের নিমিত্তে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ নূরুল ইসলাম সুজন এমপি চিলাহাটি রেলওয়ে স্টেশন প্রান্তে উপস্থিত থেকে অনুষ্ঠিত হবে।
১ম পর্যায়ে ভারতের কলকাতা পণ্যবাহী ট্রেন বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট হয়ে নীলফামারী জেলার ডোমার চিলাহাটি হয়ে আবার ভারতের হলদিবাড়ী রুটে রেল যোগাযোগে পণ্যবাহী ট্রেন চলবে।
ইতিমধ্যে কয়েক দফায় মাননীয় রেলপথ মন্ত্রী, জেলা প্রশাসক ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এই রেল সংযোগ টি পরিদর্শন করেন।