মুহাম্মদ রাসেল উদ্দিন, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বদিকে কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী সড়কে প্রায় ৩ ঘন্টাব্যাপী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয়রা জানান, কুড়িগ্রাম সদর উপজেলার চার ইউনিয়নের মানুষদের যোগাযোগের একমাত্র মাধ্যম ধরলা সেতুর পূর্বদিক থেকে কাঁচিচর হয়ে চাঁন্দের খামার পর্যন্ত ৬ কিঃমিঃ রাস্তাটি, দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকার কারণে দূর্ভোগ পোহাতে হচ্ছে ঘোগাদহ, ভোগডাঙ্গা, নাগেশ্বরী, সদর কুড়িগ্রাম এই ৪ ইউনিয়নের ১০টি গ্রামের বাসিন্দাদের।
মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে ধরলা সেতুর দুই দিকে যান চলাচলে ব্যাঘাত ঘটে এবং এ সময় মাঠ দিবসের কর্মসূচিতে অংশ নিতে আসা কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিবসহ প্রশাসনের কর্মকর্তাগনও আটকে পড়েন।
পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে যান চলাচল স্বাভাবিক হয় এবং সদর উপজেলার চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে পাকা রাস্তা করে দেয়ার আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ পাতান আলী, শিক্ষক ইউনুস আলী মাষ্টার, নুর ইসলাম মাষ্টার, বিমল সরকার,ববিতা আক্তার প্রমুখ।