ঢাকাবুধবার , ২১ এপ্রিল ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রূপসাগরে ডুব দিয়েছি

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২১, ২০২১ ১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

রূপসাগরে ডুব দিয়েছি
জি এম রুহুল আমিন

ঘনকালো খোলাচুলে বাতাস খেলা করে
কবির প্রাণে খুশির সুবাস ছন্দ হয়ে ঝরে
শুভ্র সুন্দর গন্ধরাজ এলো খোঁপায় দোলে
সৌরভে ব্যাকুল অলি অলস পাখা মেলে।

কুন্তলরাশি দু ভাগ করে রাখলে বুকের পরে
দুরন্ত দখিনার মতো মন আনচান করে
বুকের আঁচল এলোমেলো চঞ্চল প্রান্তরে
মনটা হারায় কোন্ সুদূরের অচিন তেপান্তরে।

রেশমি চুড়ির মিষ্টি আওয়াজ বাজে রিনিঝিনি
দু পায়েতে রুপার নূপুর তোলে নিক্বণধ্বনি
নাকের ফুলে ঝিকমিক করে শুভ্র তারার দ্যুতি
রূপের সাগর উথালপাতাল ভরাচাঁদের জ্যোতি।

ইচ্ছাসুখে কানে দোলে ঝুমকো জবা দুল
কপালের টিপ চাঁদটা ভেবে কবি করে ভুল
মুক্তোঝরা হাসির জোয়ার হৃদয়ে ঢেউ তোলে
কাজলবর্ণা চোখের পাতায় স্বপ্নসাগর দোলে।

বুকের কাঁপন শিহর জাগায় হৃদয়বীণার তারে
সুরের আবেশ জাগিয়ে তোলে বসন্ত বাহারে
পাপড়িরঙা ঠোঁটে খুঁজি অমিয়সুধার রাশি
কানে কানে কই তোমারে–অনেক ভালোবাসি।