ঢাকাশনিবার , ২ জানুয়ারি ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর সঙ্গে সাকিব পাল্লা দিয়ে বাবা হচ্ছেন!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রিস্টিয়ানো রোনালদো চার সন্তানের পিতা। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান হতে চলেছেন তৃতীয় সন্তানের জনক। স্ত্রীর গর্ভবতী অবস্থার একটি ছবি পোস্ট করে বাবা হওয়ার সুখবর দেয়ার পর থেকেই আলোচনায় সাকিব। এরমধ্যে একটি জাতীয় দৈনিক মজা করে তিনি বলেছেন, সন্তানের সংখ্যায় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রতিযোগিতা করছেন তিনি!

২০২১ এর শুরুতে ফেসবুকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব।
পরিবারে নতুন সন্তানের আগমন ঘটছে কিনা, হোয়াটসঅ্যাপে এমন প্রশ্নের জবাবে সাকিব ওই প্রতিবেদককে বলেছেন, ‘ইনশাল্লাহ…।’ সঙ্গে দুষ্টুমি করে যোগ করেছেন, ‘রোনালদোর সঙ্গে কম্পিটিশন করছি…।’

এর আগে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
পোস্ট দেওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।
সাকিব-শিশির দম্পতির সংসারে দুইটি কন্যা সন্তান রয়েছে। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করে সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান। গেল বছর ২৪ এপ্রিল দ্বিতীয়বার বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম ইররাম হাসান। ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব।