অপরাধ প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বৃদ্ধাকে (৭০) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সদর উপজেলায় চররমনি মোহন এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি।
ভুক্তভোগীর স্বজনরা জানান, বাড়িতে তার ছেলের বউ নিয়ে থাকেন তিনি। শুক্রবার রাতে বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এ সময় মুখোশ পরিহিত প্রতিবেশী কবির হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আজ শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শুক্রবার রাতে প্রতিবেশী কবির হোসেন বৃদ্ধার বাড়ি গিয়ে তাকে ধর্ষণ করেন। সকালে বৃদ্ধা সবাইকে জানালে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।