খাজা রাশেদ, লালমনিরহাট।। লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিমের উপস্থিতিতে সকাল ৮ টায় ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও লালমনিরহাট পৌরসভার সার্বিক তত্বাবধানে ঈদ-উল-ফিতরের প্রথম জামাতে নামাজ আদায় করেন লালমনিরহাটের জেলা প্রসাশক মোহাম্মদ উল্ল্যাহ,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.মোঃ মতিয়ার রহমান, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমূখ।
ঈদের জামাত এর ইমামতি করেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম ও খতীব আলহাজ্ব মাওলানা মোঃ আতিকুর রহমান সাহেব।
নামাজের শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে, সকাল ৯ টায় কেন্দীয় ঈদগাহে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন