মোঃ মামুনুর রশিদ (মিঠু)।। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় হাতীবান্ধায় শিশু সহ অগ্নিদগ্ধ ৩ জন, শিরোনামে নিউজ প্রকাশের পর অগ্নিদগ্ধ হাজেরা বেগম ও তার শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহয়তা দিলেন সোনালী ব্যাংক, বাংলাদেশ এর এমডি আতাউর রহমান প্রধান।
রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা সোনালী ব্যাংক ম্যানেজার আসাদুজ্জামান এর মাধ্যমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় থাকা হাজেরা বেগম এর হাতে নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন এমডি আতাউর রহমান প্রধান। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু,সাংবাদিক কাজী শাহ্ আলম ও ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম।
ম্যানেজার আসাদুজ্জামান জানান, এমডি স্যারের মেয়ে কানাডা প্রবাসী নুজহাত তাজনীম বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত অগ্নিদগ্ধ সংবাদ দেখে তার বাবা এমডি আতাউর রহমান প্রধান কে ফোনে অগ্নিদগ্ধ হাজেরা বেগমকে আর্থিক সহয়তা করার জন্য অনুরোধ করেন।