স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় লালমনিরহাটে আওয়ামিললীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৪ টায় আওয়ামিলীগ এর জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে সমাবেশ করে জেলা আওয়ামীলীগ যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান, সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি,জেলা আওয়ামিলীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা,সহ-সভাপতি সিরাজুল হক,যুগ্ন সম্পাদক অ্যাডঃ আশরাফ হোসেন বাদল,পৌর আওয়ামিলীগের সভাপতি মোফাজ্জল হোসেন পৌর সভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,বাংলাদেশ আওয়ামিলীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ন সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান প্রমুখ।
এসময় সদর উপজেলার গোলকুণ্ডা ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিস উদ্দিন আনিস, গোলকুণ্ডা ইউনিয়ন পরিষদের সদস্য সুমন মিয়া ঐ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল ও অন্যান্য ইউনিয়ন হতে আগত মিছিল সমাবেশে মিলিত হয়।