খাজা রাশেদ লালমনিরহাট, লালমনিরহাটে পাটগ্রামে রাজ আবাসিক হোটেল থেকে এক বিদেশী নাগরিকের টাকা চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রাইভেটকার চালক আলম,হোটেল কর্মচারী ফিরোজ, মালেক ও রায়হানকে আটক করা হয়।
জানা গেছে,মি. হেরি (৫২) নামে এক বিদেশী নাগরিক বৃহস্পতিবার ট্যুরিস্ট ভিসায় গ্রিস থেকে বাংলাদেশ আসেন।পরে, ঢাকা থেকে মিলন নামে একজন গাইডকে সাথে নিয়ে শুক্রবার সৈয়দপুর বিমান বন্দরে নামেন।
এরপর প্রাইভেটকার ভাড়া করে মি.হেরি ও গাইড মিলন পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা ও বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন স্থান ঘোরাঘুরি শেষে রাতে পাটগ্রাম উপজেলা পরিষদের পাশে আবাসিক হোটেল রাজ এর দ্বিতীয় তলার ২১১ নম্বর কক্ষে রাত্রি যাপন করেন।
গাইড মিলন বলেন,আমি তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষে ছিলাম। প্রাইভেটকার চালক আলম- ৩০৯ নম্বর কক্ষে ছিলেন। তিনি আরো বলেন, শনিবার সকালে মি.হেরি জানায় তার ব্যাগে থাকা ৪ হাজার ২০০ ইউরো (বাংলাদেশী টাকায় ৬ লাখ টাকা) এবং বাংলাদেশী ৯ হাজার টাকা চুরি হয়ে গেছে।
এ সময় দেখি আমার কক্ষের দরজা বাহির থেকে লক করা। পরে, কক্ষ থেকে বের হয়ে বিষয়টি হোটেল কতৃপক্ষ ও থানা পুলিশকে জানানো হয়।
হোটেল রাজ এর স্বত্বাধিকারী সফিয়ার রহমান বলেন,আমি অসুস্থ থাকায় রংপুর ছিলাম। ঘটনাটি জানতে পেরে দ্রুত চলে আসি। পুলিশ হোটেলের সিসি টিভি ফুটেজসহ মি.হেরি যে কক্ষে ছিলেন সেটি পর্যবেক্ষণ করেছেন। গাইড মিলনের ধারণা এ ঘটনায় প্রাইভেটকার চালক আলমসহ হোটেল কর্মচারীরা জড়িত থাকতে পারেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত আশরাফুজ্জামান সরকার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদসহ হোটেলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।