ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ২২, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাটঃ মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীর উপড় অনাকাঙ্খিত, পৈশাচিক বর্বর হামলা এবং ধর্ষণের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী উক্ত কলেজের শিক্ষার্থীরা। “নারীদের না বলার অধিকার নিশ্চিত করুন,না শোনার মানষিকতা গড়ে তুলুন” শ্লোগানে

২২ জুন (বৃহস্পতিবার) দুপুরে লালমনিরহাট সরকারি মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরদের আয়োজনে কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পুলিশ সুপারের কার্যালয় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে অবস্থান নেন। এসময় সেখানে দাড়িয়ে বক্তব্য রাখেন, শিক্ষার্থীরা। পরে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান তারা।তারা বলেন,আমাদের সহপাঠী গণধর্ষণের শিকার হয়েছে।
কিন্তু, এখন পর্যন্ত সকল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।তারা আরো বলেন, বিমানবন্দর একটি সংরক্ষিত এলাকা, সেখানে এ ধরনের বর্বরোচিত ঘটনা কোনভাবেই আমাদের কাম্য নয়।
আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ওই এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
উল্ল্যখ,গত ১৭ই জুন সন্ধ্যায় লালমনিরহাট বিমান বাহিনী রানওয়ের পার্শ্ববর্তী একটি ভুট্টার ক্ষেতে কথিত প্রেমিক ও তার সহযোগী দ্বারা গণধর্ষণের শিকার হন কলেজ ছাত্রী। পরে,ভুক্তভুগী ঐ ছাত্রীর পরিবারের লোকজন ৯৯৯ ফোন দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ধর্ষনের শিকার ঐ কলেজ ছাত্রীকে উদ্বার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।ধর্ষনের ঘটনায় ঐ ছাত্রীর কথিত প্রেমিক সোহাগের মোবাইল নাম্বার উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ঐ কলেজ ছাত্রীর বড়বোন। পরে,এ ঘটনায় সজীব নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন