ঢাকারবিবার , ২১ মার্চ ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে তিন দিন থেকে অবরুদ্ধ শিক্ষক পরিবার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২১, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মামুনুর রশীদ মিঠু।। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার এক শিক্ষক পরিবারের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে দেয়া হয়েছে। গত শুক্রবার ওই শিক্ষক পরিবারের চলাচলের দুইদিকের রাস্তা বন্ধ করে দেয়ায় দুইদিন থেকে অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই শিক্ষক পরিবার।

জানাগেছে, ওই সাপ্টিবাড়ী এলাকায় অবস্থিত সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজে প্রায় ১৪ বছর যাবৎ র্ইংরেজি বিভাগে কর্মরত রয়েছেন শিক্ষক আবু তালেব আজাদ লিমটন। তিনি কলেজের পাশেই ৪০শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি তৈরী করে এক যুগ ধরে বসবাস করে আসছেন। বসতবাড়ি নির্মাণের পর থেকেই তিনি ওই কলেজের পিছন দিক দিয়ে এবং কলেজের ভেতর দিয়ে যাতায়াত করে আসছেন। ওই শিক্ষকের বসতবাড়ির পিছনে হাছেন আলীর পুত্র দোলন মিয়ার বসতবাড়ি অবস্থিত। তবে দোলন মিয়ার বাড়ি থেকে বের হওয়ার বিকল্প রাস্তা থাকলেও তারা দীর্ঘদিন থেকে ওই শিক্ষকের বাড়ির ভেতর দিয়ে যাতায়ার করতে থাকে। এ ব্যাপারে বার বার নিষেধ করলেও তা অমান্য করে জোর করে বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করে। এক পর্যায়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য শামছুল আলম বকুলের হস্তক্ষেপে গত ৬মাস আগ থেকে দোলন পরিবারের সাথে প্রতিবেশী জাহিদুল ইসলাম মন্ডলের দেড় শতাংশ জমির বিনিময়ে রাস্তা নির্মাণ করে চলাচল করতে থাকে। এমতাবস্থায় সম্প্রতি ওই শিক্ষক বাড়ির সংস্কার কাজ করে এবং বাড়ির বারান্দায় টিনের প্রাচীর নির্মাণ করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকাল ৮টার দিকে ওই শিক্ষক মায়ের অসুস্থ্যজনিত কারনে গ্রামের বাড়িতে থাকার সুযোগে দোলন মিয়া শিক্ষকের স্ত্রী, শিশুপুত্র ও কন্যা সন্তানদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাঁশের খুঁটি গেড়ে তাতে বাঁশ বেঁধে শিক্ষক পরিবারের চলাচলের দুইদিকের রাস্তা বন্ধ করে দেয়। এতে পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ে। এমতাবস্থায় ওই শিক্ষক তার পরিবারের কাছে যেতে পারছে না এবং পরিবারের কেউ বাড়ি থেকে বের হতে পারছে না।
এ ব্যাপারে কলেজ শিক্ষক আবু তালেব আজাদ লিমটন বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

প্রতিবেশী দোলনের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা থাকার পরেও জোর করে আমার বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করতো। বাড়ির সংস্কার কাজ করে এবং বাড়ির বারান্দায় টিনের বেড়া দিয়েছি। এতে , প্রতিবেশী দোলন ক্ষিপ্ত হয়ে আমার শিশুপুত্র ও কন্যা সন্তানদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আত্মীয়স্বজন ও উশৃংখল কতিপয় প্রতিবেশীকে নিয়ে বাঁশের খুঁটি গেড়ে তাতে বাঁশ বেঁধে আমাদের চলাচলের দুইদিকের রাস্তা বন্ধ করে দেয়। এ সময় উত্তেজিত দোলনের লোকজন ওই কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান রফিকুল আলমের নির্দেশও অমান্য করেন।

বর্তমানে আমার স্ত্রী, শিশুপুত্র ও কন্যা সন্তান সেখানে নিরাপত্তাহীনতায় অবরুদ্ধ অবস্থায় আছেন। এদিকে আমার স্ত্রী ৯৯৯’ এ ফোন দিলে থানা পুলিশ এসেও রাস্তা খুলে দিতে পারেনি এবং কোন সমাধানও দিতে পারেনি।
এ ব্যাপারে দোলন জানান, আমাকে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য সামছুল আলম বকুল ও ইউপি সদস্য সবুজ মিয়া রাস্তা বন্ধ করে দেয়ার নির্দেশ দিলে আমি রাস্তা বন্ধ করে দেই।