আশরাফুল হক, লালমনিরহাট:লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবে তিনজন কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ৩ জন শ্রমিক হলেও একজনকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনকে উদ্ধারের জন্য রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দল কাজ করছে। নিখোঁজরা হলেন- ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ফজলুর রহমান, আহেদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ডিঙি নৌকায় করে তিস্তা নদী পাড় হওয়ার চেষ্টা করেন ১৮-২০ জন শ্রমিক।
এসময় মাঝ নদীতে নৌকাটি বিকল হয়ে প্রবল স্রোতে ডুবে যায়। এতে অনেকেই সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হন।
খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও লালমনিরহাট ফায়ার সার্বিস এবং রংপুর ফায়ার সার্বিসের ডুবুরি কর্মীরা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
হাতিবান্ধা সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।