ঢাকাবৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে পকেট কমিটি করায় ছাত্রদলের ৩০ নেতা কর্মীর পদত্যাগ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ৩, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ছাত্রদলের পকেট কমিটি করায় ৩০ জন নেতা কর্মী পদত্যাগ করেছে

জানা যায়, গত ১১ নভেম্বর অত্যান্ত গোপনীয়তার মাধ্যমে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

পদত্যাগ পত্র সূত্রে জানা যায়, উক্ত কমিটি গঠনে ছাত্রদলের গঠনতন্ত্র এবং সকল নিয়ম নীতি উপেক্ষা করে টাকার বিনিময়ে বিবাহিত এবং অছাত্র এক জনকে সভাপতি করা হয়। যাকে অতীতে ছাত্রদলের কোন কর্মসূচিতে দেখা যায় নাই। উক্ত কমিটি গঠনে ছাত্রদলের জন্য নিরলস পরিশ্রম করে যাওয়া ত্যাগী, নির্যাতিত, জাতীয়তাবাদী আদর্শে উদ্ধৃত ছাত্রদলের প্রকৃত নেতাকর্মীদের মতামত সম্পুর্ণ ভাবে উপেক্ষা করা হয়েছে। তাই সাবেক কমিটির সকল নেতা কর্মী মিলে সিদ্ধান্ত নেয় সবাই পদত্যাগ করবে। সেই সিদ্ধান্ত মোতাবেক পদত্যাগ করেছে ৯নং ওয়ার্ড ছাত্রদলের ৩০ জন নেতা কর্মী।

৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি পেয়ারুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমাদেরকে না জানিয়ে বিবাহিত এবং অছাত্র একজনকে সভাপতি করে পকেট কমিটি করায় আমরা সাবেক কমিটির ৩০ জন পদত্যাগ করেছি।

মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শাহিন আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।


মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মন্ডল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমি ঢাকায় আছি। এ বিষয়ে এখন আমার কোন মন্তব্য নেই বলে যানান তিনি

আপনার মন্তব্য লিখুন