মোঃ মামুনুর রশিদ (মিঠু)।। লালমনিরহাটে অজ্ঞাত এক যুবকের মরদেহ পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
জেলা সদরের মহেন্দ্র নগর ইউনিয়নের বুদার বাশের তল এলাকার একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত ঐ যুবকের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।
শনিবার (২২ মে) সকালে সদর থানার ওসি শাহা আলম অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সকালে ঘাশ কাটতে গিয়ে কয়েকজন মহিলা পাট ক্ষেতে ঐ মরদেহ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
এ সময় লাশের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে তার ব্যবহিত কিছু কাপড় ও একটি কম্বল পায়া যায় বলে পুলিশ নিশ্চিত করেন।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত মৃত ঐ যুবকের পরিচয় জানা যায়নি।