ঢাকারবিবার , ২৩ মে ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিলেন স্বজনরা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২৩, ২০২১ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মামুনুর রশিদ (মিঠু)।। লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আশরাফুল ইসলাম (২৭) নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তার আত্মীয়-স্বজনরা।

শনিবার (২২ মে) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। পলাতক আসামি ওই এলাকার আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চোর চক্রের হোতা আশরাফুল ইসলাম। চুরি সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে নীলফামারী ও লালমনিরহাটে মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ওয়ারেন্ট জারি করেন আদালত।

সেই ওয়ারেন্ট অনুযায়ী শনিবার দুপুরে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী তাকে গ্রেফতার করেন। এরপর তাকে নিয়ে আসার সময় আসামির স্বজনরা পুলিশের উপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আরও পুলিশ ফোর্স পাঠানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পুনরায় গ্রেফতার বা হাতকড়া উদ্ধার করতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, তাকে গ্রেফতার ও হাতকড়া উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।