লালমনিরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পুর উদ্যোগে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা সংক্রমন রোধে সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান , স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয় ।
পৌর শাখার প্রতিটি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকের মাধ্যমে প্রথম ধাপে ছাত্রলীগ নেতা তার নিজস্ব অর্থায়নে এক হাজার সুরক্ষা সামগ্রীর প্যাকেজ, পৌর ছাত্রলীগের অধিনস্ত নয়টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে সাধারন মানুষের মাঝে বিতরন করছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের ঐ নেতা।
তিনি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বিপরীতে এই ১০০০ প্যাকেট সুরক্ষা সামগ্রী, খড়ের গাদায় সূচ খোঁজার মত। তবুও আমাদের এই প্রয়াসে যদি সমাজের আর দুই একজন মানুষ উৎসাহিত হয় তবেই আমরা সার্থক হবো।
বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, দ্বারাবে। বর্তমান করোনা মহামারীতে সকলকে ঘরে থেকে লকডাউন নিশ্চিত করতে, সরকারকে সহযোগীতা করার আহবান জানান ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম পাপ্পু।