মোঃ মামুনুর রশিদ মিঠুঃ লালমনিরহাটঃ লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেল ৪ টায় দলটির কার্যালয়ে আলোচনা সভা ও দোআ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আফজাল হোসেন, পৌর কাউন্সিলর আবদুস সালাম, বিএনপি নেতা মজমুল হক প্রামাণিক, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক হাসান আলী, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন, পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাকু, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান মিন্টুসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ।
এসময় কোনো প্রকার অপৃতিকর ঘটনা এরাতে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।