খাজা রাশেদ,লালমনিরহাট: লালমনিরহাটে আনন্দ, উৎসবের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৩ পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় নানান অনুষ্ঠানমালায় আনন্দমুখর পরিবেশে আট দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হবে।
২০ জুন (মঙ্গলবার) বিকেলে লালমনিরহাট আন্তর্জাতিক শ্রী শ্রী রাধা গিরীধারী জগন্নাথ দেবের (ইসকন) মন্দির (বানিয়ারদিঘি) থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী নিয়ে রথযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারীবাড়ি দুর্গা মন্দিরে এসে উপস্থিত হয়। এখানে ৭দিন থাকবে রথযাত্রা।
এর আগে সোমবার রাত থেকেই ভক্তরা জড়ো হতে শুরু করে।
রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ২৭ জুন উল্টো রথযাত্রার মধ্যদিয়ে মহোৎসব-২০২৩ এর অনুষ্ঠান শেষ হবে।
এদিকে রথযাত্রা উপলক্ষে ঐতিহ্যবাহী রথের মেলার আয়োজন করেছে রথবাড়ি। এলাকায় রাস্তার দুই পাশে সাত দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
কয়েকজন ভক্ত বলেন, খুব উৎসব,আনন্দমুখর পরিবেশে আমরা এই উৎসবটি উদযাপন করছি। আমাদের মতো দুরদুরান্ত থেকে অনেক ভক্তরা এখানে মিলিত হয়েছে।
জানা যায়,নারী-পুরুষ, শিশু-কিশোরসহ প্রায় ৩০ হাজারের অধিক ভক্ত রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন।
রথযাত্রার পরিচালক শ্রীমানর প্রেম দাস ব্রম্মচারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মতিয়ার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌরমেয়র,রেজাউল করিম স্বপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শ্রী হিরালাল রায় প্রমূখ।
উল্লেখ,আগামী ২৭ জুন বিকেল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উল্টো রথের যাত্রা দিয়ে এই উৎসবের সমাপ্তি হবে।