খাজা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের সবজি বিক্রেতা রফিকুল ইসলামের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে, লালমনিরহাট সদর থানা পুলিশ।
সে পৌরসভার ৯ নং ওয়ার্ডের তছির উদ্দিনের ছেলে।
১১ জুন (রবিবার) সকালে ইউনিয়নের চিনিপাড়া জামে মসজিদের পার্শ্ববর্তী শশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে,দুই সন্তানের জনক রফিকুল ইসলাম শশুর কবির উদ্দিনের বাড়িতে বসবাস করে শহরের গোশালা বাজারে সবজি বিক্রি করতো।
রবিবার সকাল ৭ টার দিকে রফিকুলের মরদেহ ঘরের বাশেঁর সঙ্গে ঝুলে থাকতে দেখে তার স্ত্রী চিৎকার দিলে প্রতিবেশিরা এসে জনপ্রতিনিধি ও থানায় খবর দেয়।
দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান,ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।