আশরাফুল হক, লালমনিরহাট।। আজ মঙ্গলবার (২ মার্চ) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট প্রেসক্লাব প্রাঙ্গণে”সময়ের আলো”পত্রিকার ৩য় বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ন কবীর, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিটু, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স। বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলো লালমনিরহাট জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আইয়ুব আলী বসুনিয়া, ১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তৌহিদুল ইসলাম প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।