মোঃ মামুনুর রশিদ (মিঠু)।। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মন্ডলেরহাট এলাকার শাহাজাহান আলীর ছেলে রাশেল মিয়া (৩০) এর লিঙ্গ কর্তন করেছে তার স্ত্রী খাদিজা বেগম (২০)।
ঘটনাটি ঘটায় এলাকায় বেশ আলোড়নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মন্ডলেরহাট এলাকায় বৃহস্পতিবার সকালে পারিবারিক কলোহের জের ধরে তার স্ত্রী খাদিজা বেগম স্বামীর লিংঙ্গ কর্তন করে এবং এলোপাতারী কোপ মারলে সে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন