ঢাকাশনিবার , ২৬ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৬, ২০২০ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নাতনির বিয়ের দিন তারিখ ঠিক করে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৬৩) নামে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার ভাদাই ইউনিয়নের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার মৃত আকবর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ২৫ ডিসেম্বর বিকেলে নাতনির বিয়ের দিন তারিখ ঠিক করার করে বাড়ি ফিরছিলেন। ওই সময় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী সেনপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রলিকে অতিক্রম করার সময় ধাক্কা লেগে গুরুতর আহত হন আবু বক্কর। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যায়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন